রাসূল্লাহ (সা.) বলেছেন- তোমরা যেমন পানি দ্বারা মুখমন্ডলের ময়লা পরিস্কার করে ফেল ঠিক একইভাবে অন্তরের অবসাদ এবং বিষন্নতাকে দুয়ে মুছে পরিস্কার করার জন্য তালবিনা খাও ( সুনানে ইবনে মাজহা- হাদিস নং-৩৪৪৫)
তালবিনাতে রয়েছে অ্যামিনো অ্যাসিড, এটি এতটাই শক্তিশালী যে, বিজ্ঞানীরা এটাকে “অলৌকিক অণু” বা “Miracle Molecule” হিসেবে আখ্যায়িত করেছেন এর বিশেষ গুণের কারণে আমাদের শরীর L-Arginine কে Nitric Oxide এ রূপান্তর করে Blood Vessels-কে প্রশস্ত ও খুলে দেওয়ার মাধ্যমে বাঁধাগ্রস্ত রক্তের চলাচল প্রক্রিয়া সুগম করে দেয়। মাত্রানুযায়ী রক্ত সঞ্চালন আমাদের শরীরে অনেক গুরুত্বপূর্ণ কার্যাবলীতে সহায়তা করে, যা নিয়মিত সুন্নতি খাবার তালবিনা পান করে বজায় রাখা সম্ভব।
“তালবিনা প্যাকেজটি” অর্ডার করতে ফর্মটি সম্পূর্ণ পূরণ করুন