Description
ব্রয়লার মুরগীর পুষ্টি মান অনেকটাই নির্ভর করে কেমন পরিবেশে ও কী ধরনের খাবার খাইয়ে লালন পালন করা হয়েছে। আর এ সকল ব্যাপারে শতভাগ নিশ্চয়তা দিতে চাই আমরা।
আমাদের মুরগীকে তাড়াতাড়ি বড় করার জন্য গ্রোথ বুষ্টার বা কোনো ধরনের রাসায়নিক উপাদান খাওয়ানো হয় না। এতে মুরগী স্বাভাবিক নিয়মে বড় হয় এবং মুরগীর গোসত বা হাড়ে কোনো ক্ষতিকর উপাদান জমে না। উৎপাদনের প্রতিটি স্তরে নানা জৈব নিরাপত্তা এবং নিশ্চিত করা হয়েছে স্বাস্থ্যকর পরিবেশ যা আপনাদেরকে উপহার দিবে এন্টিবায়োটিক এবং হেভি মেটাল ফ্রি নিরাপদ ব্রয়লার। বিধায় আমাদের ব্রয়লার মুরগী স্বাদে অনন্য। গুনগত মানের দিকে লক্ষ্য রেখে প্রাকৃতিক ও পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে বড় করা এ মুরগী আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী।
মাচা সিস্টেমে এই ব্রয়লার লালন পালন করা হয় এবং ১ দিন অন্তর অন্তর মাচা থেকে ৩ ফিট নিচে পড়া মলমূত্র পানি দিয়ে পরিষ্কার করা হয়। তাই এর মাংসের স্বাদ, গন্ধ এবং বুকের মাংসের মাইক্রোবিয়াল লোডে তারতম্য পরিলক্ষিত হয়। একদল মানুষ প্রতিনিয়ত এর যত্ন নিয়ে যাচ্ছে, যেন কোনো ভাবেই রোগাক্রান্ত মুরগী সরবরাহ না হয়। হালাল পদ্ধতিতে প্রকিয়াজাতকৃত আমাদের নিরাপদ ব্রয়লার মুরগীর পুষ্টিগুন নিয়ে চিন্তার কোনো অবকাশ নেই।